রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১

নাচোলে শেখ রাসেলের ৫৬ তম জন্মদিন পালিত


প্রকাশিত:
১৮ অক্টোবর ২০২০ ২১:৩৯

আপডেট:
১৮ অক্টোবর ২০২০ ২১:৪০

শেখ রাসেলের জন্মদিন পালনে র‌্যালী। ছবি: প্রতিনিধি

যথাযথ কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৬ তম জন্মদিন পালিত হয়েছে। দিনটি উপলক্ষে রবিবার (১৮ অক্টোবর) নাচোল উপজেলা আওয়ামীলীগ সকাল ১০ টায় পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মধ্যবাজারে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মশিউর রহমান বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাবুল হোসেন, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন লিটন, যুবলীগ নেতা সোহেল রানা সহ প্রমুখ।

আলোচনা সভা শেষে কেককেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৬ তম জন্মদিন পালনের সূচনা করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের মঙ্গল কামনায় দোয়া কামনা করা হয়।

শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধুর সঙ্গে নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top