রাজশাহী বুধবার, ২রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১

নাচোলে করোনা পরিস্থিতিতে সচিব রওনক মাহমুদের মতবিনিময়


প্রকাশিত:
১২ জুলাই ২০২০ ২২:৩৪

আপডেট:
২ এপ্রিল ২০২৫ ০৬:৩৫

ছবি:  মতবিনিময়

করোনা ভাইরাস পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদের সভাপতিত্বে নাচোলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জুলাই) বেলা ১১টায় নাচোল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভায় করোনা প্রতিরোধ,কোরবানি পশু হাট,বন্যা মোবাবিলা,ত্রাণ,ডেঙ্গু নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সভায় অংশ নেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা.সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা প্রশাসক এজেডএম নূরুল হক,নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের,উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা,পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন,মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নি,নাচোল থানার ওসি সেলিম রেজা,কসবা ইউপির চেয়ারম্যান প্রভাষক আজিজুর রহমান,বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, গণমাধ্যম কর্মী,ব্যবসায়ী ও বিশিষ্টজনেরা।

সভায় করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মাস্ক ব্যবহার নিশ্চিত করা,সন্ধ্যার পর জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়া, কোরবানি পশু হাটে ক্রেতা-বিক্রেতার মাস্ক ব্যবহার নিশ্চিত করা, স্বাস্থ্যবিধি মেনে সকল ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা ও সকল উন্নয়ন কর্মকান্ড চালু রাখাসহ বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।

 

আরপি/আআ-০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top