রাজশাহী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১

ভোলাহাটে জাতীয় শোক দিবস পালিত


প্রকাশিত:
১৬ আগস্ট ২০২২ ০১:৩৬

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ০৫:৩৭

ভোলাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবসে অতিথিগণ

ভোলাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী-বেসরকারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

সকাল ৮টায় উপজেলা পরিষদ মাঠে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন করা হয়। বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল খালেক, উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক ও গোহালবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ইয়াশিন আলী শাহ। বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মোঃ তৈয়মুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি মোঃ আইয়ুব আলী মন্ডল, মাওলানা মোঃ মুনিরুল ইসলামসহ অন্যরা।

এছাড়া ভোলাহাট আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি পালন করেন।

 

আরপি/ এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top