রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১

নাচোলে আ’লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি


প্রকাশিত:
৩ জানুয়ারী ২০২২ ২৩:২৮

আপডেট:
৩ জানুয়ারী ২০২২ ২৩:২৯

ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

জানা গেছে, নাচোল পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুর রশিদ খানের নেতৃত্বে সোমবার সকাল ১০ টায় নাচোল বাসস্ট্যান্ড মোড় এলাকায় উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদেরের নারীঘটিত বিষয়টিকে কেন্দ্র করে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

অপরদিকে, বাসষ্ট্যান্ড এলাকায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একই সময়ে একই স্থানে সরকারের উন্নয়ন মুলক কর্মকান্ড নিয়ে মানববন্ধন ও সভার আহ্বান করায় উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ আহমেদ সংঘর্ষের আশঙ্কায় নাচোল বাজার মোড়, ডাকবাংলা চত্বর, উপজেলা পরিষদ চত্বরসহ পৌর এলাকার বিভিন্ন স্থানে ১৪৪ ধারা জারি করেন। সকাল থেকে মাইকিং করে ১৪৪ ধারা ঘোষণা করা হয়। ১৪৪ ধারা ভঙ্গ করে মানববন্ধন করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে মাইকিং এর মাধ্যমে জানানো হয়। সকাল থেকে বাসস্ট্যান্ড মোড় এলাকাসহ বিভিন্ন এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

 

 

আরপি/এসআর-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top