রাজশাহী শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১

ভোলাহাটে মুক্তিযুদ্ধের স্মৃতিকথা অনুষ্ঠিত


প্রকাশিত:
২২ ডিসেম্বর ২০২১ ২২:৩৭

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০৭:১৭

ছবি: মুক্তিযুদ্ধের স্মৃতিকথা

সম্ভাবনার ভোলাহাট স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে মুক্তিযুদ্ধের স্মৃতিকথা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ স্মৃতিকথা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সম্ভাবনার ভোলাহাট সংগঠনের আহ্বায়ক ডাঃ মোঃ হাসান আলির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার সমর কুমার পাল। বিশেষ অতিথি ছিলেন ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান ও মধুমতি গ্রুপের উদীয়মান তরুণ উদ্যোক্তা মোঃ মাসুদ রানা। এ সময় সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল হক, মোঃ মনিরুদ্দিন মুন্টু, বীর মুক্তিযোদ্ধা মোঃ আফসার হোসেন, মোঃ একরাম হোসেন, মোঃ তৈমুর রহমানসহ নারী মুক্তিযোদ্ধাগণ ১৯৭১ সালে ভোলাহাট উপজেলায় তাঁর জড়িয়ে থাকা যুদ্ধের স্মৃতি কথা তুলে ধরেন।

এ সময় উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, সম্ভাবনার ভোলাহাট স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

 

 

আরপি/এসআর-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top