রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১

ভোলাহাটে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত


প্রকাশিত:
১২ অক্টোবর ২০২১ ০৬:৪৫

আপডেট:
১২ অক্টোবর ২০২১ ০৬:৫৪

ছবি: র‌্যালী

“আমরা কন্যাশিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো” স্লোগানে ভোলাহাট উপজেলায় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে খালে আলমপুর কিশোরী ক্লাবে “আন্তর্জাতিক কন্যা শিশু দিবস” পালন উপলক্ষে বে-সরকারী উন্নয়ন সংস্থা উদ্দীপন ও পিকেএসএফের সহযোগীতায় বিভিন্ন কর্মসুচীর আয়োজন করেন।

কর্মসুচীর মধ্যে ছিল র‌্যালী ও আলোচনা সভা। উদ্দীপন ভোলাহাট শাখার শাখা ব্যবস্থাপক সেলিনা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলাহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শাহনাজ খাতুন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন, খালেআলমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুল হক, গোহালবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ ইমানুর রহমান, মহিলা সদস্য মোসাঃ হাজেরা বেগম, উদ্দীপন ভোলাহাট শাখার হিসাবরক্ষক মোঃ বুলবুল আহম্মেদসহ অন্যরা।

অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উদ্দীপন কিশোরী ক্লাবের কর্মসুচী প্রোগ্রাম অফিসার শাহাদাৎ আহমেদ। অনুষ্ঠানে বাল্য বিয়ে প্রতিরোধ, পারিবাকি সহিংসতা রোধ, কন্যা শিশুর অধিকার ও নারী নির্যাতন প্রতিরোধে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় কিশোরী ক্লাবের সকল সদস্য অভিভাবকগন উপস্থিত ছিলেন।

 

 

আরপি/এসআর-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top