রাজশাহী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১

ভোলাহাটে উৎসব মুখর পরিবেশে টিকা গ্রহণ


প্রকাশিত:
৮ আগস্ট ২০২১ ০৪:৩০

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ০৪:৩৪

ছবি: টিকা প্রদান

ভোলাহাটে উৎসব মুখর পরিবেশে সারাদেশের মত শনিবার টিকা গ্রহণ করেছেন ২ হাজার ২৪৫ জন। উপজেলার ৪ টি ইউনিয়নে কোভিড-১৯ মোকাবিলায় গণটিকার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২ হাজার ৪' শ ।

ভোলাহাট সদর ইউনিয়নের গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোহালবাড়ী ইউনিয়নের বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়, দলদলী ইউনিয়নের পীরগাছি মাদ্রাসা, জামবাড়ীয়া ইউনিয়নে জামবাড়ীয়া মাদরাসায় টিকাদান ক্যাম্পেইনের কার্যক্রম চলে। ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে গণটিকাদান কেন্দ্র ভোলাহাট ইউনিয়নের গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টার দিকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল ।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল হামিদ, ভোলাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইয়াজদানী জর্জসহ স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের,দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আরজেদ আলী ভুটু ও জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মুশফিকুর রহমান তারা নিজ নিজ এলাকায় টিকাদান কর্মসূচিতে সহযোগিতা করেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল হামিদ টিকাদান ক্যাম্পেইন পরিদর্শন করেন। কেন্দ্রে টিকা কর্মী, স্বেচ্ছাসেবী, স্কাউট ও আনসার টিকাদান কাজে সহযোগিতায় করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল হামিদ জানান, উপজেলার ৪ টি ইউনিয়নে ২ হাজার৪'শ মানুষকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা ছিল। গণটিকায় লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে। মোট ২ হাজার ২৪৫জনকে টিকা প্রদান করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।

 

আরপি/এসআর-১৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top