রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০

ভোলাহাটে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত


প্রকাশিত:
৪ জুলাই ২০২১ ০৫:৪৫

আপডেট:
৪ জুলাই ২০২১ ০৫:৪৭

ছবি: করোনা প্রতিরোধ কমিটির সভা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন চেয়ারম্যান (সচিব) এবিএম আজাদ এনডিসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে করোনা বিষয়ে মতামত দিয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন শাহ, ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান, ভোলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াজদানী জর্জ, ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম কবির প্রমূখ।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ এডিএম মোঃ জাকিরুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি শেখ মেহেদী ইসলাম, ভাইস-চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সূধীগণ উপস্থিত ছিলেন।

পরে অতিথিণ আম ফাউন্ডেশন ভোলাহাটে গিয়ে উপজেলার একমাত্র আবাসিক হোটেলের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে আম ফাউন্ডেশন সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক চুটু এলাকার উল্লেখযোগ্য ভোলাহাটের জিআই পণ্য হিসেবে ফজলি আমকে অন্তর্ভুক্ত, আম ফাউন্ডেশনকে রেজিস্ট্রেশনের অন্তর্ভুক্ত, পেট্রোল পাম্পসহ নানা দাবী করেন প্রধান অতিথির নিকট।

আম ফাউন্ডেশন থেকে প্রধান অতিথিসহ সকল অতিথিদের সাথে করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল একই জায়গায় প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীনদের ১০০ বাড়ী পরিদর্শনে নিয়ে যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা এলাকাবাসীর দাবী ঐ জায়গাকে মুজিবনগর গ্রাম নামকরণের বিষয়টি অবহিত করেন।

 

 

আরপি/এসআর-২৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top