রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০

ভোলাহাটে গৃহহীনদের জন্য নির্মিত বাড়ির ভিত্তিপ্রস্তর উদ্বোধন


প্রকাশিত:
৩ জুলাই ২০২১ ০০:৪৭

আপডেট:
৩ জুলাই ২০২১ ০০:৪৯

ছবি: ভিত্তিপ্রস্তর উদ্বোধন

ভোলাহাটে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমি ও গৃহহীন পরিবারের আধা পাকা ১’শটি বাড়ির ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে ভোলাহাট সদর ইউনিয়নের তাঁতীপাড়া মৌজার ১ নং খতিয়ান ভুক্ত ৩.১১ একর জমিতে চরধরমপুর গ্রামের টাংগন-মহানন্দা নদীর মোহনায় আধা পাকা ১’শটি ভূমিহীনদের বাড়ির ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়।

ভিত্তিপ্রস্তর কালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকল্পের সভাপতি সমর কুমার পাল, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড মোঃ আব্দুস সামাদ, ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, সহকারী কমিশনের (ভূমি) শেখ মেহেদি ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলার সরকারী কৌশলী (জি,পি) মোঃ রজবুল হক, কৃষি অফিসার আসাজ্জামান, পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ কাউসার আলম সরকার, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন আলী শাহ, ওসি তদন্ত মোঃ আনোয়ার হোসেন, ভোলাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইয়াজদানী জজ, বিএমডিএ’র উচ্চতর উপ-সহকারী প্রকৌশলী একেএম আব্দুল মঈন প্রমূখ।

ভিত্তি প্রস্তরকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী কর্তৃক মুজিব শতবর্ষ ২য় প্রকল্পে চরমধরমপুর গ্রামের তাঁতীপাড়া মৌজার ১নং খাস খতিয়ানের ৩.১১ একর জমিতে দুই শতক জমির মালিকানাসহ ১’শ টি আধা পাকা বাড়ি ছাড়াও দৃষ্টিনন্দন গ্রাম হিসেবে থাকবে মসজিদ, কমিনিউটি সেন্টার, গোরস্থান ও প্রাথমিক বিদ্যালয়। গ্রামের চলাচলে চলাচলে ৩টি রাস্তা ও মাঝ দিয়ে ২২ ফিট প্রস্থ রাস্তা রাখা হয়েছে।

ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে উপস্থিত ব্যক্তিগণ ভূমিহীন গৃহহারাদের দৃষ্টিনন্দন গ্রামটির নাম মুজিবনগর হবে বলে জানান। ৩য় পর্যায়ের ৪’শটি আধা পাকা ঘরের মধ্যে ৩’শটি ঘরের নির্মান চলমান বাঁকী ১’শটি ঘর মুজিব বর্ষে মিল রেখে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়।

 

 

আরপি/এসআর-১৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top