রাজশাহী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১

ভোলাহাটে প্রান্তিক কৃষকের মাঝে সার-বীজ বিতরণ


প্রকাশিত:
১ জুলাই ২০২১ ২০:০৬

আপডেট:
২৪ এপ্রিল ২০২৪ ২৩:০৩

ছবি: প্রান্তিক কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

ভোলাহাটে কৃষি অধিদপ্তরের আয়োজনে ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলা কৃষি অধিদপ্তর চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পালের সভাপতিত্বে সার-বীজ বিতরণ করা হয়।

এসময় ২/২০২১-২২ খরিফ- মৌসুমে হাইব্রিড ও উফশী আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২'শ জন কৃষককে রাসায়নিক সার ও বীজ প্রদান করা হয়। ২০ জন কৃষককে হাইব্রিড বীজ ২ কেজি, ডিএপি সার ২০ কেজি, এমওপি সার ১০ কেজি। ১'শ৮০ জন কৃষককে হাইব্রিড বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি প্রদান করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির।এছাড়াও কৃষি অধিদপ্তরের উপ কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

আরপি/এসআর-০৩

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top