রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

ভোলাহাটে ইমামদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশিত:
২৫ জুন ২০২১ ০০:২৯

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ০৬:০৪

ছবি: ইমামদের করণীয় শীর্ষক আলোচনা সভা

ভোলাহাটে সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধে এবং সামাজিক সমস্যা নিরসনে ইমামদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে ভোলাহাট উপজেলা প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশন আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল সভাপতিত্ব করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির, পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন প্রমূখ।

আলোচনা সভায় উপজেলার মোট ৪৭টি মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতি সামাজিক সমস্যা ভয়াবহ করোনায় স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় ও মাস্ক ব্যবহার বিষয়ে জুম্মার নামাজের ক্ষুৎবার সময় মুসল্লিদের মাঝে বক্তব্য দিয়ে সচেতনতা বৃদ্ধি করতে অনুরোধ করা হয়। অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত করেন মাও মোঃ আব্দুল কাদের।

 

আরপি/এসআর-১২



আপনার মূল্যবান মতামত দিন:

Top