রাজশাহী শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২

সীমান্তে বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ


প্রকাশিত:
২৩ মার্চ ২০২১ ১৫:৪৯

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ২১:০০

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ কম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এর আগে গত রোববার ভোররাতে ওই সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তের ওপারে ভারতীয় অংশে ১৫৯ বিএসএফের ইটাঘাটা বিওপির সদস্যরা তাকে আটক করে।

আটক বাংলাদেশি যুবকের নাম সেলিম (৪০)। তিনি ওই ইউনিয়নের রোকনপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। এ প্রসঙ্গে ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কবির জানান, রোববার ভোরে ওই ব্যক্তি রোকনপুর সীমান্ত দিয়ে ভারতীয় অংশে প্রবেশ করে। এ সময় ১৫৯ বিএসএফের ইটাঘাটা বিওপির সদস্যরা তাকে আটক করে। পরে তাকে ভারতের বহরমপুর জেলে পাঠানো হয়।

এর আগে ভারতীয় থানা পুলিশের কাছে বিএসএফ তাকে হস্তান্তর করে।
সোমবার বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে বিএসএফ বিষয়টি নিশ্চিত করেছে।

আরপি / এমবি-৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top