রাজশাহী শুক্রবার, ৯ই জুন ২০২৩, ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩০


নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত


প্রকাশিত:
১৬ অক্টোবর ২০২০ ১৬:৫৫

আপডেট:
৯ জুন ২০২৩ ২৩:০৭

প্রতীকী ছবি

নাটোরে ট্রাক মোটর সাইকেল সংঘর্ঘে হাসনা হেনা (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় মোটর সাইকেল চালক নিহতের ছেলে রুদ্র (১৬) আহত হয় এবং অলৌকিক ভাবে ওই নারীর কোলে থাকা শিশু রক্ষা পায়।

শুক্রবার দুপুরে শহরের বাইপাস সড়কের পিটিআই মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত হাসনা হেনা বাগাতিপাড়া উপজেলার ডুমরাই ঢাকাপাড়া গ্রামের রুহুল আমিনের স্ত্রী ও আহত রুদ্র রুহুল আমিনের ছেলে। রুদ্রকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাটোর ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শিরা জানায়, শুক্রবার দুপুরে রুদ্র তার মা হাসনা হেনা ও একটি শিশুকে নিয়ে মোটর সাইকেলে করে যাচ্ছিল। এসময় শহরের বাইপাস সড়কের পিটিআই মোড় এলাকায় দ্রুতগামী একটি ট্রাক ওই মোটর সাইকেলকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই হাসনা হেনার মৃত্যু হয়।

নাটোর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আক্তার হামিদ খান জানান, ঘটনার পর পরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top