রাজশাহী বৃহঃস্পতিবার, ২০শে মার্চ ২০২৫, ৭ই চৈত্র ১৪৩১


গুরুদাসপুরে সাপে কেটে শিশুর মৃত্যু


প্রকাশিত:
২২ জুন ২০২০ ০৪:০৪

আপডেট:
২০ মার্চ ২০২৫ ২৩:৩৪

ফাইল ছবি

নাটোরের গুরুদাসপুরে বিষধর সাপে কেটে সাদিয়া খাতুন (১০) নামে একটি শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) বিকেলে উপজেলার নাজিরপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সাদিয়া ওই গ্রামের বিপুল প্রামাণিকের একমাত্র মেয়ে ও বৃকাশো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

সাদিয়ার বাবা বিপুল জানান, সাদিয়া সহপাঠিদের সঙ্গে বাড়ির পাশে খেলা করছিল। এসময় পাটকাঠি আনতে গেলে তাকে বিষধর সাপ ছোবল দেয়। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় গ্রাম্য ওঝা দিয়ে তার বিষ নামানোর চেষ্টা করা হয়। পরে অবস্থার অবনতি হলে বিকেলে সাদিয়াকে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

আরপি/আআ-৩০



আপনার মূল্যবান মতামত দিন:

Top