রাজশাহী শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১


গুরুদাসপুরে মুক্ত আকাশে ডানা মেলল ২০ বক


প্রকাশিত:
২০ ডিসেম্বর ২০২১ ০৯:১৪

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০৮:৪৪

শিকারীর ফাঁদ থেকে উদ্ধার হওয়া ২০টি বক পাখি মুক্ত আকাশে অবমুক্ত করছে পরিবেশকর্মীরা

নাটোরের গুরুদাসপুরে শিকারীর ফাঁদ থেকে উদ্ধার হওয়া ২০টি বক পাখি মুক্ত আকাশে অবমুক্ত করেছে গুরুদাসপুর জীববৈচিত্র্য রক্ষা কমিটির পরিবেশকর্মীরা।

রোববার কাক ডাকা ভোরে উপজেলার খুবজীপুর, কালাকান্দর ও যোগেন্দ্রনগর মাঠে গুরুদাসপুর জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে পরিবেশকর্মী সাদেক হোসেন ও মনির হোসেন ওই অভিযান পরিচালনা করেন।

এসময় পাখি শিকার করা ৪টি ফাঁদ(কিল্লা ঘর) ধ্বংস করা হয় ও ৪টি শিকারী বক উদ্ধার করে মুক্ত আকাশে অবমুক্ত করা হয়।

গুরুদাসপুর জীববৈচিত্র রক্ষা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান জানান, জীববৈচিত্র্য ও পাখি শিকার বন্ধে আমাদের অভিযান নিয়মিত পরিচালনা করা হয়।

এখন পর্যন্ত প্রায় দেড় হাজার পাখি আমরা পরিবেশকর্মীরা উদ্ধার করে মুক্ত আকাশে অবমুক্ত করেছি। জীববৈচিত্র্য ও পাখি শিকার বন্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

 

আরপি/ এমএএইচ-১৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top