রাজশাহী বৃহঃস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬, ১৭ই মাঘ ১৪৩২


স্বামীর পুরুষাঙ্গ কাটার দায়ে স্ত্রী গ্রেফতার


প্রকাশিত:
৬ এপ্রিল ২০২১ ২৩:১০

আপডেট:
২৯ জানুয়ারী ২০২৬ ১৬:৫১

প্রতীকি ছবি

নাটোরের লালপুর উপজেলার দেলোয়া গ্রামে স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ কর্তনের ঘটনা ঘটেছে।

থানা ও হাসপাতাল সূত্রে জানা যায়, নাটোরের লালপুর উপজেলার দেলোয়া গ্রামে রবিবার দিনগত রাত ১টার দিকে পারিবারিক কলহের জের ধরে স্বামী আনার আলী (৪০) কে তার প্রথম স্ত্রী পলি খাতুন স্বামীর পুরুষাঙ্গে হাসুয়া দ্বারা আঘাত করলে পুরুষাঙ্গ কেটে রক্তাক্ত জখম হয়।

এ সময় স্বামী আনারের আত্মচিৎকারে এলাকাবাসী ছুটে আসে এবং তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আনারের অবস্থার অবনতি হলে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আনার ওই গ্রামের আজাহার আলীর ছেলে।

এঘটনায় আনারের পরিবারের পক্ষ থেকে লালপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে । লালপুর থানা পুলিশ অভিযান চালিয়ে আনারের স্ত্রী পলি খাতুনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ মো. ফজলুর রহমান জানান, এ ঘটনায় আনারের বাবা থানায় একটি মামলা দায়ের করেন । পুলিশ অভিযান চালিয়ে তার প্রথম স্ত্রী পলি খাতুন গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে ।

আরপি/ এসআই-২



আপনার মূল্যবান মতামত দিন:

Top