রাজশাহী বৃহঃস্পতিবার, ১৭ই এপ্রিল ২০২৫, ৫ই বৈশাখ ১৪৩২


দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাণীনগরে বিএনপির মানববন্ধন


প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২১ ২৩:৫৭

আপডেট:
১৭ এপ্রিল ২০২৫ ১৯:২১

বিএনপির মানববন্ধন

নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে নওগাঁর রাণীনগরে মানববন্ধন করেছে উপজেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহবায়ক রোকনুজ্জামান খাঁন রুকুর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতিকুজ্জামান জাপান, মোসারব হোসেন, সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আল-ফারুক জেমস, একেএম জাকির হোসেন, মেজবাউল হক লিটন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খাঁন লুলু,

উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সিরাজ এ আলম সিরাজ, ফরহাদ আলী মন্ডল, উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদ হাসান শিমুল, উপজেলা শ্রমীকদলের সাধারন সম্পাদক কাজী সাহাবুল আলম। এছাড়াও মানববন্ধনে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অংঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়।

 

আরপি / এমবি-২



আপনার মূল্যবান মতামত দিন:

Top