রাজশাহী বৃহঃস্পতিবার, ১৭ই এপ্রিল ২০২৫, ৫ই বৈশাখ ১৪৩২


অবসরে গেলেন জয়পুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক


প্রকাশিত:
৩০ ডিসেম্বর ২০২০ ০৩:০৩

আপডেট:
৩০ ডিসেম্বর ২০২০ ০৩:১৫

বিদায় সংবর্ধনা

মান্দার কাঁলীগাও জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মমতাজ উদ্দিন অবসর নিয়েছেন। দীর্ঘ চাকরিজীবন শেষে আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর, ২০২০) অবসর নিয়েছেন তিনি।

এ দিন সকাল সাড়ে ১১ টার দিকে প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্বাস্থ্য বিধি মেনে আনুষ্ঠানিকভাবে বিদায়ের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাজমুল হক চাম্পার সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া ডিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউর রহমান মোল্যা, তেঁতুলিয়া ইউনিয়নের ১৪ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য এলকার স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বর্ণাঢ্য চাকরি জীবনে মমতাজ উদ্দিন শারীরিক ও মানসিক উভয় দিক হতে সুস্থ থেকে শেষ করলেন। তাঁর এই অবদান আজীবন কৃতজ্ঞতা সহকারে স্মরণে রাখবে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য, এলকার স্থানীয় ব্যক্তিবগ ও শুভানুধ্যায়ীগণ।

 

আরপি / এমবি-২



আপনার মূল্যবান মতামত দিন:

Top