নবনির্বাচিত এমপি হেলালকে আত্রাই প্রাথমিক শিক্ষক সমিতির সংবর্ধনা
নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে নবনির্বাচিত এমপি আনোয়ার হোসেন হেলালকে সংবর্ধনা দিয়েছে আত্রাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি। শনিবার সকাল ১১টায় উপজেলা অডিটরিয়াম সভা কক্ষে আত্রাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি পরিবার আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ হাফিজুর রহমান হাফিজ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর (আত্রাই-রাণীনগর)-৬ আসনের নব-নির্বাচিত এমপি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ, রাণীনগর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদা পারভীন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা শিক্ষা অফিসার মোঃ জিল্লুর রহমান, সহকারী ইন্সট্রাকটর ইউআরসি আত্রাই আখম ফররুখ আহম্মদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল,আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, পাঁচুপুর ইউপি চেয়ারম্যান আফছার আলী প্রামানীক, কালিকাপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক নাজমূল হক নাদিম, হাটকালুপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুস শুকুর সরদার, সাহাগোলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু, আত্রাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, আত্রাই আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনূল হক, তেজনন্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ জহুরুল ইসলাম দুলাল, রানীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন বেগম, নওদুলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শীষ মোহম্মাদ শফিউল্লাহ, নবাবেরতাম্বু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম,পাথাইলঝাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিরুল ইসলাম, শিপ্রা রানী সরকার, জগদিশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকতারুন, পাঁচুপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক মোঃ শখিমুদ্দিন প্রামানিক, পাঁচুপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাছান আলী, আবুল কালাম ফৌজদার প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি হেলাল বলেন, আমার কাছে দালালী চলবে না। নির্বাচনকালীন যে সব ওয়াদা করেছি তা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবো। আপনাদের সাথে নিয়ে উন্নয়নমূলক কাজ করবো। উন্নয়নের স্বার্থে আমার পাশে আপনাদের প্রয়োজন।
আরপি/এসকে
আপনার মূল্যবান মতামত দিন: