রাজশাহী বৃহঃস্পতিবার, ১৭ই এপ্রিল ২০২৫, ৫ই বৈশাখ ১৪৩২


ধামইরহাটে সড়ক সংস্কারকাজে অনিয়মের অভিযোগ


প্রকাশিত:
৫ ডিসেম্বর ২০২০ ০৫:০৭

আপডেট:
১৭ এপ্রিল ২০২৫ ১৭:১৯

 

নওগাঁর ধামইরহাটে সড়ক ও জনপথ বিভাগের রাস্তা সংস্কারের কাজে দুর্নীতি ও অনিয়ম কিছুতেই পিছু ছাড়ছে না। তাতে জনগণের ক্ষোভ ও হতাশা লক্ষ্য করা গেছে। তবুও যেন টনক নড়ছেনা সড়ক ও জনপথ বিভাগের কর্তাদের।

জানা গেছে, সম্প্রতি উপজেলার আমইতারা মোড় হতে মঙ্গলবাড়ি বাজার পর্যন্ত প্রায় বিশ কোটি টাকা বরাদ্দ পেয়ে নওগাঁ সড়ক ও জনপথ বিভাগ দশ কিলোমিটার সড়ক সংস্কারের কাজ শেষ করেন। বছর না যেতেই সড়কটি ডেবে যাওয়াসহ কোথাও কোথাও ফেটে বড় বড় গর্ত হয়ে দুর্ঘটনার শিকার হয়েছে যানবাহনসহ পথচারী।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, শুক্রবার (৪ ডিসেম্বর) নওগাঁ থেকে জয়পুরহাট যাবার একমাত্র এই আঞ্চলিক মহাসড়কটি সংস্কার কাজের জন্য সারফেস বিটুমিনাস সিঙ্গেল ট্রিটমেন্ট কাজে রীতিমতো অনিয়ম ও দুর্নীতি দেখা গেছে। রোলার মেশিন দিয়ে ভালোমতো না ডলা ও বিটুমিনের পরিমাণ কম হওয়ায় অসংখ্য পাথরকুচি রাস্তা ও রাস্তার আশেপাশে পড়ে থাকতে দেখা গেছে।
এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হলেও সড়কটি সংস্কার কাজে নিয়োজিত মিস্ত্রি আব্দুল কাদের বলেন, এটিতো আমার বিষয় না এটি অফিস বুঝবে অফিস আমাদের যেভাবে কাজ করার অনুমতি দিয়েছে আমরা ঠিক সেভাবে কাজ করছি।

অপর সহযোগী মিস্ত্রি রায়হান বলেন, পরিমাণে আমরা কিছুই কম দেইনি। এস বি এস টি নিয়মে যেখানে ৩০ পারসেন্ট পাথর উঠে যাওয়ার কথা সেখানে মাত্র ৫ পারসেন্ট পাথরকুচি হয়তো উঠে যাচ্ছে।

সড়কের দুই পাশে ফুটপাতে গড়ে ওঠা ফল ব্যবসায়ী সাইদুর রহমান অভিযোগ করে বলেন, বাস ট্রাকের চাকায় যেভাবে পাথরকুচি ছুটে আসছে তাতে সাধারণ পথচারীদের চোখসহ শরীরের বড় ধরনের ক্ষতি হতে পারে। অনেক পাথরকুচি আমাদের দোকানের ভেতরে ছুটে আশায় আমরা ভীত অবস্থায় রয়েছি। পথচারী ও সাধারণ জনগণের অভিযোগ, সড়কটি নির্মাণকাজে অনিয়ম ও দুর্নীতি হওয়ায় সম্প্রতি বাস-ট্রাক মোটরসাইকেল ও বালু বোঝাই কাকড়া কেড়ে নিয়েছে বেশ কয়েকজনের প্রাণ।

এ বিষয়ে নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হামিদুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, বর্তমানে সড়কটি রিপেয়ারিং এর জন্য যে কাজটি চলছে তা অনেক কম খরচের। সারফেস বিটুমিনাস সিঙ্গেল ট্রিটমেন্ট এস বি এস টি নামে পরিচিত। এ রাস্তাটি সংস্কারের প্রথম ১৫ শতাংশ পাথর নষ্ট হয়ে যেতে পারে তবে তাতে কোন সমস্যা নেই। তিনি আরও বলেন, সড়কটি কাজে দুর্নীতি হয়েছে বলে আমার জানা নেই তবে এমন সত্যতা পেলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।

 

আরপি/এসকে


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:

Top