রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১


রাণীনগরে সপ্তাহব্যাপী নারী উন্নয়ন ও ক্ষমতায়ন বিষয়ক আলোচনা


প্রকাশিত:
১ ডিসেম্বর ২০২০ ০০:৩৭

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ১৯:১৪

আলোচনা সভা


`নারী নির্যাতনের বিরুদ্ধে, রুখে দাঁড়াও একসাথে, এই হোক অঙ্গীকার, নারী নির্যাতন নয় আর‘ এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে নারী উন্নয়ন ও ক্ষমতায়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রশিকা রাণীনগর উন্নয়ন এলাকার আয়োজনে সোমবার দুপুরে অফিস প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সপ্তাহব্যাপী বিভিন্ন স্থানে চলবে এ সভা।

এছাড়া কর্মসূচীর ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে আবাদপুকুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন, বুধবার বিকেলে উপজেলার বড়গাছা ইউনিয়নের মালশন গ্রামে, বৃহস্পতিবার বিকেলে সদর ইউনিয়নের খট্টেশ্বর গ্রামে নারী উন্নয়ন ও ক্ষমতায়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 

প্রশিকা রাণীনগর উন্নয়ন এলাকার ব্যাবস্থাপক নূর হোদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারী উন্নয়ন ও ক্ষমতায়ন বিষয়ে বিভিন্ন আলোচনা করেন প্রশিকা কেন্দ্রীয় অফিসের নারী উন্নয়ন ও ক্ষমতায়ন বিষয়ক সহযোগী সমন্বয়কারী আব্দুস সালাম ও প্রশিকা নওগাঁ জোনের জোনাল ম্যানেজার জসিম উদ্দীন।

আরপি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:

Top