রাজশাহী বৃহঃস্পতিবার, ১৭ই এপ্রিল ২০২৫, ৫ই বৈশাখ ১৪৩২


রাণীনগরে নিখোঁজের চার দিনের মাথায় পুকুরে ভেসে উঠলো বৃদ্ধের লাশ


প্রকাশিত:
২৫ নভেম্বর ২০২০ ০১:৫৯

আপডেট:
১৭ এপ্রিল ২০২৫ ১৭:২১

 

নওগাঁর রাণীনগরে নিখোঁজের চার দিনের মাথায় পুকুর থেকে ভাসমান অবস্থায় মজিবর ফকির (৭৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার একডালা ইউনিয়নের শরিয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। বৃদ্ধ মজিবর ফকির শরিয়া গ্রামের মৃত বয়তুল্লা ফকিরের ছেলে। পরে আজ মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠিয়েছে পুলিশ।

মৃত মজিবর ফকিরের ছেলে ফারুক ফকির বলেন, গত শুক্রবার ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হন তার বাবা। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আত্নীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজা-খুজি করে সন্ধান না পাওয়ায় সোমবার সকালে নাটোরে একজন গনকের কাছে জান তিনি। এ সময় বাড়ি থেকে ফোন দিয়ে জানানো হয় গ্রামের একটি পুকুরে লাশ ভাসছে। খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ রাতে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে মর্গে পাঠায়। ফারুক ফকির জানিয়েছেন, তার বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

এ ব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জহুরুল হক বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

 

আরপি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:

Top