সাপাহারে বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ
নওগাঁ জেলার সাপাহার উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমে -২০২০/২১ প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সাড়ে চার হাজার কৃষকের মাঝে এসব বিতরণ করা হচ্ছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা অডিটরিয়াম হলরুমে এই বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরী। অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মজিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। জেলা পরিষদের সদস্য বাবু মন্মথ সাহা, ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ প্রমুখ।
উপজেলা কৃষি অফিস জানায়, সাপাহার উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রণোদনার কর্মসূচীর আওতায় রবি মৌসুমে বোরো, গম, ভুট্টা, সরিষা, শীতকালীন মুগ, গ্রীষ্মকালীন মুগ, পেঁয়াজ চাষে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হচ্ছে। এবার সাপাহারে ছয়টি ইউনিয়ন পরিষদ এলাকায় উপকারভোগী কৃষক মোট ৪৫০০ জন।
আরপি/এসকে
আপনার মূল্যবান মতামত দিন: