মহাদেবপুরে ৪ ক্লিনিককে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

নওগাঁর মহাদেবপুরে ৪টি বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমা খাতুন।
এসময় উপজেলা সদরের জননি ক্লিনিক এ্যান্ড ডায়াগনিষ্টিক সেন্টারে ৫০ হাজার, ডা. তমিজ উদ্দীন ডায়াগনিষ্টিক সেন্টারে ৫০ হাজার, খালেদা ক্লিনিকে ৪০ হাজার ও আলফা ক্লিনিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমা খাতুন বলেন, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিতে গিয়ে বিভিন্ন অনিয়ম আমলে নিয়ে তাদের জরিমানা করা হয়েছে। ওইসব প্রতিষ্ঠান থেকে মোসলেকাও নেয়া হয়েছে। বেঁধে দেয়া সময়ের মধ্যে সমস্যা কাটিয়ে না উঠা পর্যন্ত তাদের অপারেশন কার্যক্রম বন্ধ থাকবে।
আরপি/ এএন-০৪
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: