রাজশাহী বৃহঃস্পতিবার, ১লা জানুয়ারী ২০২৬, ১৮ই পৌষ ১৪৩২


পারিবারিক কবরস্থান জিয়ারত করলেন সদ্য নির্বাচিত এমপি হেলাল


প্রকাশিত:
১৯ অক্টোবর ২০২০ ০৩:৫৪

আপডেট:
১ জানুয়ারী ২০২৬ ০৩:২২

কবর জিয়ারতে এমপি হেলাল। ছবি: প্রতিনিধি

নওগাঁ ৬, আসনের সদ্য নির্বাচিত এমপি আনোয়ার হোসেন হেলাল পারিবারিক কবরস্থান জিয়ারত করেছেন। রবিবার দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তার নিজ গ্রাম নওগাঁর রাণীনগর উপজেলার মধ্য রাজাপুর গ্রামে অবস্থিত নিজ পারিবারিক কবরস্থান জিয়ারত করেন।

ওই কবরস্থানে সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবা মরহুম আজিম উদ্দীন সরদার,ছোট ভাই নজরুল ইসলাম ও গোলাম মোস্তফা,দাদা,দাদীসহ পরিবারের অনেকেই সেখানে সায়িত আছেন।

একাদশ জাতীয় সংসদ উপ-নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন নিয়ে নৌকা প্রতিকে শনিবার বিপুল ভোটে জয়লাভ করেন আনোয়ার হোসেন হেলাল ।

এর আগে তিনি একবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং দুই বার উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পদে রয়েছেন।

শনিবার নির্বাচনের পর রবিবার দুপুরে বাদ যোহর দলীয় নেতাকর্মী নিয়ে তার পারিবারিক কবরস্থান জিয়ারত করেন।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top