রাজশাহী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


মহাদেবপুরে সাংবাদিককে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ


প্রকাশিত:
১০ জুলাই ২০২০ ০০:৪২

আপডেট:
৩ মে ২০২৪ ১৩:৪৭

সাংবাদিক মো. সুইট হোসেন (৩০)

নওগাঁর মহাদেবপুরে দৈনিক দেশের কন্ঠ ও দৈনিক জবাবদিহি পত্রিকার মহাদেবপুর উপজেলা প্রতিনিধি এবং দৈনিক স্বাধীন সংবাদ এর নওগাঁ জেলা প্রতিনিধি মো. সুইট হোসেনকে (৩০) ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় উপজেলার নওহাটা মোড় এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সুইট তার ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে সন্ধ্যায় বাড়ি যাওয়ার আগে সন্তানের জন্য ওষুধ কিনে বাড়ি ফিরছিলেন। এ সময় পুলিশ তার শরীরে অবৈধ কিছু (মাদক) আছে বলে তল্লাশি চালায়। তার শরীরে কিছু না পেলেও পরে মোটরসাইকেল তল্লাশি করা হয় এবং মোটরসাইকেলের সিটের ভাঁজ থেকে ৪৪ পিচ ইয়াবা উদ্ধার করে তাকে আটক করে।

ঘটনাস্থলে উপস্থিত থাকা রুবেল হোসেন জানায়, ‘সুইটের মোটরসাইকেলের সিটের সামনে থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। কেউ ৪৪ পিচ ইয়াবা বহন করলে সিটের ভিতরে বা আরও গোপন স্থানে রাখবে। আর নওহাটা মোড়ে সুইটের ব্যবসা প্রতিষ্ঠান আছে এবং সে এখানকার স্থায়ী বাসিন্দা। সে ইয়াবা ব্যবসা করলে অনাশে যে কোন স্থানে রাখতে পারতো। এটি সাজানো নাটক ছাড়া আর কিছুই না।’

আটক সাংবাদিক সুইট হোসেন বলেন, ‘আমার সাথে দীর্ঘদিন ধরে স্থানীয় সাংবাদিক শহিদুল ইসলাম জিএম মিঠনের সাথে দ্বন্দ্ব চলে আসছে। সে আমার গাড়িতে ইয়াবা রেখে আমাকে ফাঁসিয়েছে। এর সঠিক তদন্ত করলে আমি যে নির্দোষ সেটি প্রমাণ হয়ে যাবে। আমি এই ঘটনার সঠিক তদন্তের দাবি জানাচ্ছি।’

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপ-প্রচার সম্পাদক সাংবাদিক নেতা আমিনুর রহমান খোকন বলেন, ‘বিষয়টি ষড়যন্ত্রমূলক বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। এই ঘটনা সঠিক তদন্তের দাবি জানাচ্ছি। আর এ ঘটনার সঠিক তদন্ত না হলে আমরা আন্দোলনে যেতে বাধ্য হব।’

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ সুইটকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। 

আরপি/ এএন-৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top