রাজশাহী সোমবার, ৩১শে মার্চ ২০২৫, ১৮ই চৈত্র ১৪৩১


নওগাঁয় ব্যাংকারসহ নতুন করোনায় আক্রান্ত ১৩


প্রকাশিত:
৭ জুন ২০২০ ২২:৫৯

আপডেট:
৩১ মার্চ ২০২৫ ১৭:৩০

ফাইল ছবি

নওগাঁয় এক ব্যাংকারসহ নতুন করে আরও ১৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দেড়শ ছাড়ালো। 

গত শনিবার রাতে প্রাপ্ত এ ফলাফলে জানা যায়, নওগাঁ সদর উপজেলায় ৬ জন, রানীনগর উপজেলায় ৫ জন, আত্রাই উপজেলায় ১ জন এবং মান্দা উপজেলায় ১ জন ব্যাংকার। এ নিয়ে জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫৯ জনে।

নওগাঁ’র সিভিল সার্জন ডাঃ আকন্দ মোঃ আখতারুজ্জামান আলাল জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ৯৬ জনকে হোম কোয়ারেনটাইনে নেয়া হয়েছে। হোম কোয়ারেনটাইনে নেয়া ব্যক্তিদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ৪০ জন, মহাদেবপুর উপজেলায় ১৩ জন, বদলগাছি উপজেলায় ৯ জন, ধামইরহাট উপজেলায় ১১ জন, নিয়ামতপুর উপজেলায় ১০ জন, সাপাহার উপজেলায় ৪ জন এবং পোরশা উপজেলায় ৯ জন। শেষ ২৪ ঘন্টায় ১৪ দিনের মেয়াদ শেষ হওয়ায় ছাড়পত্র দেয়া হয়েছে ৭৮ জনকে।

কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, শুরু থেকে এ পর্যন্ত সর্বমোট কোয়ারেনটাইনে নেয়া হয় ৮ হাজার ৩শ ৪৩ জনকে। আর এ পর্যন্ত ছাড়পত্র দেয়া হয়েছে ৭ হাজার ২শ ৪২ জনকে। বর্তমানে কোয়ারেনটাইনে রয়েছেন ১ হাজার ১শ ১ জন।  এ পর্যন্ত জেলায় সুস্থ্য হওয়া রোগির সংখ্যা ৯১ জন এবং মোট মৃত্যুর সংখ্যা ২ জন।

আরপি/আআ-০১



আপনার মূল্যবান মতামত দিন:

Top