ধামইরহাটে অভিযোগের কয়েক ঘন্টার ব্যবধানে কিশোরী উদ্ধার

বাদী প্রতিমা রানীর মেয়ে জগদল আদিবাসী স্কুল এন্ড কলেজে ৮ম শ্রেণীতে পড়ুয়া তৃপ্তি রানী বর্মন (১৪) কে অপহরণ করা হয়েছে এই মর্মে ধামইরহাট থানায় লিখিত অভিযোগ করা হয়।
কিশোরীর মা প্রতিমা রানী বলেন তার মেয়ে তৃপ্তি রানী বর্মনকে রাস্তাঘাটে দেখে আসামি খারাপ অঙ্গভঙ্গিসহ উত্ত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিত। গত ১১ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮ টার সময় তৃপ্তি রানী বাড়ী হইতে প্রকৃতির ডাকে বাড়ির বাহিরে আসিলে পূর্ব হইতে ওঁৎ পেতে থাকা মেহেদী হাসানসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের সহযোগিতায় তৃপ্তি রানীকে জাপটে ধরে টেনে হেঁছড়ে সিএনজিতে উঠিয়ে অপহরণ করে। এ বিষয়ে তৃপ্তি রানী বর্মনের মা বাদী হয়ে ধামইরহাট থানায় একটি মামলা করলে পুলিশ তৎপর হয়ে দ্রুত এ্যাকশনে যায় এবং ৩ জন আসামি কে আটক ও কিশোরীকে উদ্ধার করে পুলিশ।
এবিষয়ে ধামইরহাট থানার ওসি আঃ মোমিন জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা মাঠে নেমে ভিকটিমকে উদ্ধার ও ৩ আসামিকে আটক করতে সক্ষম হই ও তদন্ত চলমান থাকবে।
আরপি/এসআর-০৯
বিষয়: ধামইরহাট কিশোরী উদ্ধার
আপনার মূল্যবান মতামত দিন: