রাজশাহী রবিবার, ৮ই সেপ্টেম্বর ২০২৪, ২৫শে ভাদ্র ১৪৩১


মুক্তিপণের টাকাসহ অপহরণকারী চক্রের প্রধান আটক


প্রকাশিত:
৩১ ডিসেম্বর ২০২০ ১৮:৩০

আপডেট:
৩১ ডিসেম্বর ২০২০ ১৮:৩২

ছবি: সংগৃহীত

মুক্তিপণের এক লাখ টাকাসহ জয়পুরহাটের অপহরণকারী চক্রের প্রধানকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়।

বুধবার রাতে সদর উপজেলার ভিটি গ্রামের জঙ্গল থেকে অপহৃত দুজনকে উদ্ধার করেন র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এ সময় একজনকে আটক করা হয়।উদ্ধার হওয়া দুই ব্যক্তি হলেন– ইয়ানুর হোসেন ওরফে সম্পদ (২০) জয়পুরহাট সদর উপজেলার চকদাদরা গ্রামের মোহসীন আলী ছেলে ও তারাজুল ইসলাম (২৮) পেচুলিয়া গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে।আটক শাহিনুর রহমান (২৪) জয়পুরহাট সদর উপজেলার ভিটি মণ্ডলপাড়া গ্রামের দুলু মিয়ার ছেলে। তিনি অপহরণকারী চক্রের প্রধান।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক এমএম মোহাইমেনুর রশিদ এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুজনকে অপহরণ করে একটি জঙ্গলে আটকে তাদের পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারী চক্রের সদস্যরা। মুক্তিপণের টাকা পেতে দেরি হওয়ায় অপহরণকরীরা তাদের দুজনকে শারীরিকভাবে নির্যাতনও করে।

গোপন খবর পেয়ে রাতে অপহৃত ব্যক্তিদের উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়। উদ্ধারের পর অপহৃত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে জয়পুরহাট সদর থানায় মামলা করা হবে।

 

আরপি/টিএস-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top