রাজশাহী মঙ্গলবার, ১৫ই অক্টোবর ২০২৪, ১লা কার্তিক ১৪৩১


জয়পুরহাটে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে আহত ১০


প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:৫৫

আপডেট:
১৫ অক্টোবর ২০২৪ ১২:০৩

ছবি: রাজশাহী পোস্ট

জয়পুরহাটে বিপরীতমুখী একটি বাসের সঙ্গে সংঘর্ষ এড়াতে পাশ কাটাতে গিয়ে ধাক্কা লেগে আরেকটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে পুকুরে উল্টে পড়ে গেছে। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল রোববার(১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাট-পাঁচবিবি সড়কের সদর উপজেলার পুরানাপৈল বনখুঁর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ১০ জনকে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার দক্ষিণ দাওয়াতপুর গ্রামের আরিফুল (১৮), আবদুল আহাদ (২৩), পাঁচবিবি উপজেলার নাকুড়গাছি এলাকার আলেয়া (৬০), মাস্টার পাড়া মহল্লার লিটন (৪৩), একই উপজেলার নাহিদা আক্তার (৪৫), কুয়াতপুর এলাকার সানোয়ার (৪০), দেলোয়ার হোসেন (২৭), সদরের শান্তিনগর মহল্লার জান্নাতুল ফেরদৌস (২৪), সদরের শিমুলতলী এলাকার হালিমা (৩৫) ও হাবিবা (৩)। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, পাঁচবিবি হতে এবি ট্রাভেলসের একটি বাস জয়পুরহাটের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে সৌমিক ট্রাভেলসের আরেকটি বাস আসছিল। বনখুঁর এলাকায় এসে দুই বাসে সংঘর্ষের সম্ভাবনা দেখা দেয়। এ সময় এবি ট্রাভেলস বাসের চালক দ্রুত পাশ কাটানোর সময় ধাক্কা লেগে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। জয়পুরহাট থানার ওসি হুমায়ূন কবির বলেন, বাস দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

আরপি/জেডএফ



আপনার মূল্যবান মতামত দিন:

Top