রাজশাহী সোমবার, ১২ই জানুয়ারী ২০২৬, ৩০শে পৌষ ১৪৩২


অবৈধ বিদ্যুতের তার টেনে মাছ ধরার সময় প্রাণ গেল নারীর


প্রকাশিত:
৫ আগস্ট ২০২৩ ০৬:১৪

আপডেট:
১২ জানুয়ারী ২০২৬ ০৯:১৭

ছবি: সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবিতে অবৈধভাবে বিদ্যুতের তার টেনে নদীতে মাছ ধরার সময় তারের সঙ্গে জড়িয়ে দেলোয়ারা বেগম এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার কুসুম্বা ইউনিয়নের নামা বাঁশখুর (রহমতপুর) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

দেলোয়ারা বেগম (৪৫) বাঁশখুর (রহমতপুর) গ্রামের আজাহার আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলার কেন্দুল গ্রামের কয়েকজন যুবক অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে পার্শ্ববর্তী হারাবতী নদীতে সাব মার্সেবল মোটরের মাধ্যমে পানি সেচ দিয়ে মাছ ধরছিল।

ওই সময় বাঁশখুর গ্রামের আজাহার আলীর স্ত্রী দেলোয়ারা বেগম ঘাস কাটার জন্য নদীর ওপার পাড়ে যাওয়ার সময় তাদের টানানো বিদ্যুতের ছেঁড়া ফাটা তারে জড়িয়ে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে তারা মহিলাকে টেনে হিঁছড়ে নিয়ে আসার সময় ভ্যান চালকের চিৎকারে ওখানেই লাশ ফেলে রেখে পালিয়ে যায় তারা।

এবিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) হাবিবুর রহমান হাবিব বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে।

 

 

আরপি/এসআর-০৬


বিষয়: মৃত্যু


আপনার মূল্যবান মতামত দিন:

Top