রাজশাহী সোমবার, ১৪ই অক্টোবর ২০২৪, ৩০শে আশ্বিন ১৪৩১


জয়পুরহাটে যাত্রীবাহী বাস উল্টে আহত ২৯


প্রকাশিত:
২৮ এপ্রিল ২০২৩ ২১:২৮

আপডেট:
১৪ অক্টোবর ২০২৪ ২০:০৬

ছবি: সংগৃহীত

জয়পুরহাট সদর উপজেলার গতন শহর রাস্তার মোড়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে পড়ে। এতে আহত হয়েছেন ২৯ জন যাত্রী।

শুক্রবার (২৮ এপ্রিল) ভোর রাতে পাঁচবিবি-জয়পুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতরা পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বিভিন্ন এলাকার যাত্রী বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, ঈদের ছুটি শেষে ‘আনাছ পরিবহন’ নামের যাত্রীবাহী বাসটি পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বিভিন্ন এলাকার যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। এসময় জয়পুরহাট সদর উপজেলার গতন শহর মোড়ে এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপরেই উল্টে যায়। এতে বাসে থাকা ২৯ জন যাত্রী আহত হন।

স্থানীয়দের খবরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করিয়ে দেন।

আহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে বলেও জানান ওসি।

 

 

 

আরপি/এসআর-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top