বাস-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের

জয়পুরহাটে আমবোঝাই পিকআপ ও হানিফ পরিবহনের একটি বাস মুখোমুখি সংঘর্ষে শরিফ রহমান সাগর (৩০) নামে একজন নিহত হয়েছেন। তিনি ওই পিকআপ ভ্যানের চালক ছিলেন।
শুক্রবার (১৩ মে) সকাল ১০টায় হিলি-জয়পুরহাট সড়কের বাগজানা এলাকার সামনে দুর্ঘটনাটি ঘটে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শরিফ রহমান সাগর নিলফামারীর সৈয়দপুর উপজেলার নতুন বাবু পাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আমবোঝাই পিকআপ ভ্যানটি হিলির দিকে যাচ্ছিল। হিলির দিক থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা হানিফ পরিবহনের বাসটি জয়পুরহাটের দিকে যাচ্ছিল।
আজ সকাল ১০টার দিকে হিলি-জয়পুরহাট সড়কের পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় রোডে আমবোঝাই পিকআপ ভ্যান ও হানিফ পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আমবোঝাই পিকআপ ভ্যানের সামনের কেবিনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। চালক কেবিনের ভেতর আটকা পড়েন।
খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে এসে পিকআপ ভ্যানের কেবিনের সামনের অংশ কেটে চালকের মরদেহ উদ্ধার করেন।
আরপি/এসআর-০২
আপনার মূল্যবান মতামত দিন: