রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

রাজশাহীর বর্জ্য ব্যবস্থাপনার প্রশংসায় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত


প্রকাশিত:
২৭ জুলাই ২০২২ ১০:০৩

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ০৩:০৫

ছবি: সংগৃহিত

রাজশাহী নগরীর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম, সবুজায়ন ও পরিচ্ছন্নতার প্রশংসা করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড। আজ মঙ্গলবার (২৬জুলাই) রাতে নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে রাসিক মেয়রের সাথে সাক্ষাতকালে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: রাজশাহী কলেজ বাংলা বিভাগের টার্ম পেপার উপস্থাপন

বৈঠকের শুরুতে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড‘কে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বৈঠক শেষে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন সিটি মেয়র ।

আরও পড়ুন: খোলাবাজারে আবারও বাড়লো ডলারের দাম

এর আগে, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড নগর ভবনের প্রধান ফটকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন। এরপর শিশু শিল্পীদের অংশগ্রহণে নৃত্য আর বর্ণিল আয়োজনে তাঁকে বরণ করে নেওয়া হয়।

আরও পড়ুন:  প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অনুষ্ঠানে বাংলাদেশে সুইজারল্যান্ডের দূতাবাসের প্রোগ্রাম ম্যানেজার সাবিনা ইয়াসমিন লুবনা, সুইস রেডক্রসের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিতাব শর্মা, DASCOH ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ একরামুল হক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য চৌধুরী সরওয়ার জাহান সজল, রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান কামরু, সচিব মোঃ মশিউর রহমান, প্রকল্পের উপদেষ্টা আশরাফুল হক, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালে নূর-ঈ সাঈদ, বাজেট কাম-হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.এফএএম আঞ্জুমান আরা বেগম, সিসিডিও আজিজুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হোদাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরপি/ এমএএইচ-২৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top