রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি, সিয়াম সম্পাদক সবুজ

রাজশাহী মহানগর ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। রোববার (২৮ ফেব্রুয়ারি) ছাত্রলীগের অফিসিয়াল প্যাডে এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য ৬ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়। এতে স্বাক্ষর করেছেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
আংশিক এ কমিটিতে নূর মোহাম্মদ সিয়ামকে সভাপতি ও মো. সিরাজুম মুবিন সবুজকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। এছাড়াও সহ-সভাপতি পদে আরেফিন পারভেজ বন্ধন, মো. মেহেদী হাসান রিমেল (রিগেন), যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান রেজা ও সাংগঠনিক সম্পাদক হিসেবে রাশিক দত্তের নাম উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে রাজশাহী মহানগর ছাত্রলীগের নতুন সভাপতি নূর মোহাম্মদ সিয়াম বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগ অঙ্গনসহ রাজশাহীর ছাত্র সমাজ আমাদের ওপর আস্থা রেখেছেন। এর জন্য সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। আগামীতে সবাইকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর আদর্শকে সুউজ্জীবিত রেখে নগরপিতা এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।
এর আগে, গত বুধবার (২৪ ফেব্রুয়ারি) সাত বছর পর সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয় রাজশাহী মহানগর ছাত্রলীগের সম্মেলন। সেদিন সম্মেলন হলেও কমিটি ঘোষণা করা হয়নি।
ঢাকায় গিয়ে সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা করার কথা জানিয়েছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। আংশিক এ কমিটির ঘোষণার মধ্য দিয়ে প্রতীক্ষার অবসান ঘটলো। নতুন নেতৃত্ব পেল রাজশাহী মহানগর ছাত্রলীগ।
প্রসঙ্গত, ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর রকি কুমার ঘোষকে সভাপতি, মাহমুদ হাসান রাজিবকে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে পাঁচ জনসহ মোট ১৬১ সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। দীর্ঘদিন পরে আবারো নতুন নেতৃত্ব পেল রাজশাহী মহানগর ছাত্রলীগ।
আরপি/এএন
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: