রাজশাহী মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


খোলাবাজারে আবারও বাড়লো ডলারের দাম


প্রকাশিত:
২৭ জুলাই ২০২২ ০৫:৩০

আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ০৯:৩৪

ফাইল ছবি

খোলাবাজারে ডলারের বিপরীতে আবারও টাকার মান কমেছে। গতকাল সোমবার এক ডলার কিনতে খরচ হয়েছিল ১০৪ থেকে ১০৫ টাকা। মাত্র এক দিনের ব্যবধানে আজ মঙ্গলবার ডলারের বেড়ে ১১০ থেকে ১১১ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: রাজশাহী কলেজ বাংলা বিভাগের টার্ম পেপার উপস্থাপন

খোলাবাজারের সঙ্গে ব্যাংকের আমদানি, রপ্তানি ও রেমিট্যান্সেও ডলারের দর অনেক বেড়েছে। বাজারের সঙ্গে তাল মিলিয়ে কেন্দ্রীয় ব্যাংক গত একবছরে আন্তঃব্যাংক দর ৯ টাকা ৯০ পয়সা বাড়িয়ে ৯৪ টাকা ৭০ পয়সা নির্ধারণ করেছে।

আরও পড়ুন:  প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

সংশ্লিষ্টরা জানান, খোলাবাজার থেকে যে কেউ ডলার কিনতে পারেন। ব্যাংক থেকে কিনতে পাসপোর্ট এনডোর্সমেন্ট করতে হয়। যে কারণে অনেকে এখন খোলাবাজার থেকে ডলার কিনে শেয়ারবাজারের মতো বিনিয়োগ করছেন, যা অবৈধ।

আরও পড়ুন:  লোডশেডিং : ৩ দিনের বিক্ষোভ ঘোষণা বিএনপির

খোলাবাজারে একদিনের ব্যবধানে প্রতি ডলারে রেকর্ড আট টাকা পর্যন্ত বেড়ে ১১২ টাকায় উঠেছে। এ দামেও আশানুরূপ ডলার মিলছে না। এর আগে কখনও একদিনে ডলারের দর এত বেড়ে এ পর্যায়ে উঠেনি।

 

আরপি/এমএএইচ-২২



আপনার মূল্যবান মতামত দিন:

Top