রাজশাহী বৃহঃস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬, ১৭ই মাঘ ১৪৩২


সিরাজগঞ্জে ট্রাকচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু


প্রকাশিত:
২২ আগস্ট ২০২২ ০৫:০২

আপডেট:
২৯ জানুয়ারী ২০২৬ ২২:১৫

সংগৃহিত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাধীন নলকা ব্রীজ এলাকায় ট্রাকচাপায় আবুল হাশেম (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (২১ আগস্ট) সকাল ৮টায় ঢাকা-বগুড়া মহাসড়কের নলকা ব্রীজে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হাশেম সলঙ্গা থানার নলকা ইউপির এরান্দহ গ্রামের আমির হোসেনের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: স্কুলছাত্রীকে উত্যক্ত করায় যুবকের তিন মাসের কারাদণ্ড

নলকা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আ. রাজ্জাক জানান, প্রতিদিনের মতোই আজ সকালে আলোকদিয়া এলাকায় রাজমিস্ত্রীর কাজ করতে সাইকেলে করে নলকা সেতু পার হচ্ছিলেন নির্মাণ শ্রমিক আবুল হাশেম। তিনি নলকা সেতুর পশ্চিম এলাকায় পৌঁছলে একটি অজ্ঞাত ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর জানান, সকালে একটি সড়ক দুর্ঘটনার খবর শুনেছি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই পরিবারের লোকজন নিহতের মরদেহ উদ্ধার করে নিয়ে গেছেন।

 

আরপি/ এসএইচ ১০

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top