রাজশাহী বৃহঃস্পতিবার, ১০ই অক্টোবর ২০২৪, ২৬শে আশ্বিন ১৪৩১


ট্রাক-বাস মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপার নিহত


প্রকাশিত:
২০ ডিসেম্বর ২০১৯ ০১:৩০

আপডেট:
২০ ডিসেম্বর ২০১৯ ০১:৩১

প্রতিকী ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন।

আজ বৃহস্পতিবার সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের উপজেলার হরিণচড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক রাজু আহমেদ (২৮) বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বাসিন্দা ও হেলপার হামজালা রনির (২২) বাড়ি উপজেলার কুন্দারহাট গ্রামে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আক্তারুজ্জামান জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক রাজুর মৃত্যু হয়। এ সময় আহত হন ট্রাকের হেলপারসহ ১১ জন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ান পথে হেলপার রনির মৃত্যু হয়।

 

আরপি/এসআর

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top