স্কুলছাত্রীকে উত্যক্ত করায় যুবকের তিন মাসের কারাদণ্ড
সিরাজগঞ্জের এনায়েতপুরের খুকনীতে ক্লাসরুমে গিয়ে স্কুলছাত্রীকে উত্যক্ত করায় হাফিজুল ইসলাম (২২) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৪ আগস্ট) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট লিয়াকত সালমান এ দণ্ডাদেশ দেন।
এর আগে দুপুরের দিকে এনায়েতপুর থানার খুকনী বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের ক্লাসরুমে ঢুকে এক শিক্ষার্থীকে উত্যক্ত করায় হাফিজুলকে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত হাফিজুল ইসলাম সড়াতৈল দক্ষিণপাড়া গ্রামের মো. বাবু মিয়ার ছেলে।
খুকনী বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ফিরোজ হাসান অনিক বলেন, রোববার দুপুরের দিকে ক্লাসরুমে ঢুকে এক স্কুলছাত্রীর হাত ধরে টানাটানি করে হাফিজুল। পরে প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকরা তাকে আটক করে। খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে পৌঁছে পুলিশে খবর দেই। বিকেলে দিকে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন।
আরপি/ এসএইচ ১৩
আপনার মূল্যবান মতামত দিন: