পাবনার ভাঙ্গুড়ায়
বিল থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের আগবহর এলাকায় রেল লাইন সংলগ্ন বিল থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত পরিচয় যুবকের (৩৩) অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাসুদ রানা বলেন, বুধবার দুপুরে ওই বিলের মধ্যে মৃতদেহটি ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে থানা পুলিশের এসআই আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
লাশ ময়না তদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো পাঠানো হয়েছে। পুলিশের ধারনা অন্তত দু’তিন দিন আগে যুবকের মৃত্যু হয়েছে
আরপি/ এমএইচ
আপনার মূল্যবান মতামত দিন: