রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১


পাবনা জেলা ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি


প্রকাশিত:
১ জুলাই ২০২০ ০৬:৪১

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ১৫:২৯

পাবনা জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপণ

বিশ্ব পরিবেশ দিবস এবং মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় সারাদেশের ন্যায় পাবনাতেও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে পাবনা জেলা ছাত্রলীগ।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১২টায় পাবনার রাধানগর মজুমদার একাডেমী, পাবনা আলিয়া মাদ্রাসাসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের মধ্য দিয়ে পাবনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফিরোজ আলী ও মেহেদি হাসানের নেতৃত্বে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়।

ছাত্রনেতা ফিরোজ আলী ও মেহেদি হাসান বৃক্ষরোপণ করেন

ছাত্রলীগের উক্ত কর্মসূচীর বিষয়ে ত্যাগী ও পরিশ্রমী দুই ছাত্রনেতা ফিরোজ আলী ও মেহেদি হাসান জানান, করোনা দুর্যোগের মাঝেই স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় পরিবেশ দিবস এবং মুজিববর্ষ উপলক্ষে তাদের এই কর্মসূচী পালিত হয়েছে। পর্যায়ক্রমে জেলা ছাত্রলীগের উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষায় উক্ত বৃক্ষরোপণ কার্যক্রম মাসব্যাপী এলাকাভিত্তিক চলমান থাকবে বলেও জানান তারা।

পাবনা জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ

এসময় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং পাবনা জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

আরপি/ এএন-২



আপনার মূল্যবান মতামত দিন:

Top