বিলুপ্তির পথে শাপলা ফুল
-2024-10-02-21-46-48.png)
শাপলা আমাদের জাতীয় ফুল। প্রায় বছরের সব সময় শাপলা ফুল ফুটতে দেখা যায় কিন্তু বর্ষা ও শরৎ কালে এই উদ্ভিদ জন্মানোর শ্রেষ্ঠ সময়। ছোট বড় সবার কাছেই শাপলা ফুল অনেক পছন্দের। এই শাপলা ফুল হলো সাহিত্যের ছন্দমিলানোর একটি অনন্য উপকরণ। এই শাপলা ফুল কোনরকম কোন পরিচর্যা ছাড়াই পুকুর, পরিত্যক্ত হাওড়, ডোবা, খাল-বিল, জলাশয় ইত্যাদি অনেক জায়গায় জন্মে থাকে।
গ্রামের ছেলে-মেয়েরা এই শাপলা ফুলের ডগাকে মালা বানিয়ে অনেক আনন্দ উপভোগ করে। শাপলা ফুল শুধু প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রেই নয় বরং পুষ্টির দিক দিয়েও বেশ ভূমিকা রাখে। শাপলা ফুলের মাথা থেকে শুরু করে শিকড় পর্যন্ত কোনো কিছুই ফেলে দেওয়ার মত না।
বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে শাপলা ফুলের নরম ডাঁটা সবজি হিসেবেও খাওয়া হয়। এমনকি শাপলা ফুলের মাথা ও গোড়ায় জন্ম নেওয়া ড্যাপ এবং শালুক সবই পুষ্টি সমৃদ্ধ খাদ্যের উপাদান। আবার শাপলা ফুল শুধু ঘরের শোভা বর্ধনেই নয় বরং বিভিন্ন রোগের ঔষধ তৈরিতেও বেশ ভূমিকা রাখে। পানির গভীরতায় ১৫ থেকে ২০ ফুট পর্যন্ত শাপলার ফুলের গাছ বা ডাঁটা লম্বা হয়। কিন্তু এই শাপলা ফুল আজ থেকে ১০-১২ বছর আগে পুকুর, ডোবা, দিঘী , খাল বিলে প্রচুর পরিমাণে দেখা যেত কিন্তু বর্তমানে এই শাপলা ফুলের তেমন কোন দেখায় পাওয়া যায় না।
বিভিন্ন ধরনের বইয়ে শাপলা ফুলের ছবি এবং শাপলা ফুলের বর্ণনা দেয়া থাকে কিন্তু বর্তমানে বাস্তবে এই শাপলা ফুল কয়জনই বা দেখতে পাই। এই বর্ষার ঋতুতে বিভিন্ন জায়গার জলাশয়, খাল-বিলে বা নিচু কোন জায়গায় পানি জমে থাকলে সেখানে শাপলা ফুল ফুটতো কিন্তু দিন দিন মানব সৃষ্ট কারণে ও জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের জাতীয় ফুল শাপলা বিলুপ্তির পথে এসে দাঁড়িয়েছে। মানুষের নানা মুখী কর্মকাণ্ডের জন্য অর্থাৎ অনেক জায়গায় বসতি স্থাপন করতে গিয়ে পুকুর ,নদী, খাল ভরাট করা হচ্ছে। এমনকি কৃষিতে অতিমাত্রায় কীটনাশক প্রয়োগের ফলে শাপলা ফুলের জন্মস্থল গুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আবার জলবায়ু পরিবর্তনের কারণেও শাপলা ফুলের আবাদও কমতে শুরু করেছে। গ্রামে দেখা যায় পুকুর-দীঘিতে মাছ চাষ করার জন্য পুকুর-দীঘির পানি সেচে শুকিয়ে ফেলা হয়। যার ফলে রোদের তাপে তলা শুকিয়ে শাপলা ফুলের বীজ নষ্ট হয়ে যায়।
এজন্য বর্তমানে তেমন এই শাপলা ফুলের দেখাও মিলে না। যার ফলে দিন দিন শাপলা ফুলের বিলুপ্তি ঘটছে। যেহেতু শাপলা ফুল আমাদের জাতীয় ফুল তাই এই ফুল রক্ষা করা সবারই দায়িত্ব। শাপলা ফুল রক্ষা করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে যেমন- শাপলা ফুল সম্পর্কে সকলকে সচেতন করা, অতিমাত্রায় কীটনাশক প্রয়োগ না করে উপযুক্ত সার প্রয়োগ করা, পুকুর নদী খাল বিল ইত্যাদি ভরাট না করা, পুকুর নদী খাল বিল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, শাপলা ফুলের ভালোভাবে পরিচর্যা করা।
ফারিভা আখতার
অনার্স ২য় বর্ষ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, রাজশাহী কলেজ।
আরপি/আআ
আপনার মূল্যবান মতামত দিন: