রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


বিমান বর্জ্যে উদ্ধার কোটি টাকার স্বর্ণ


প্রকাশিত:
২৬ জুলাই ২০২২ ২০:৫৯

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৫:০১

ফাইল ছবি

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের বর্জ্য থেকে ১ কেজি ১৬ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। যার আনমানিক মূল্য প্রায় কোটি টাকা।

আরও পড়ুন: কলম্বিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ৮টায় কাতারের দোহা থেকে আসা বিমানের ফ্লাইটটির আবর্জনার ট্রলি স্ক্যান করে পরিত্যক্ত অবস্থায় এসব স্বর্ণ দ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের রাজস্ব কর্মকর্তা নাজ্জাসি পারভেজ।

আরও পড়ুন:  কানাডায় চলছে দফায় দফায় গোলাগুলি, নিহত ৩

কাস্টমস সূত্রে জানা যায়, ১ কেজি ১৬ গ্রাম ওজনের স্বর্ণের মোট ১০টি বার পাওয়া গেছে। যার মূল্য আনুমানিক ১ কোটি টাকা।

আরও পড়ুন: ফুলগাছে কেড়ে নিলো শিশুর প্রাণ

রাজস্ব কর্মকর্তা নাজ্জাসি পারভেজ বলেন, কাতার থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটটিতে স্বর্ণের চালান আসছে বলে আমাদের কাছে গোপন তথ্য ছিল। তাই আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল কাস্টমস কর্তৃপক্ষ। ফ্লাইট আসার পর একে একে যাত্রীরা বের হয়ে গেলেও স্বর্ণের সন্ধান না পাওয়ায় সন্দেহ হয় কর্মকর্তাদের। পরে আবর্জনার ট্রলি স্ক্যান করে স্বর্ণের ১০টি বার পাওয়া যায়। এ ঘটনায় মামলার বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: দ্বিতীয়বার মা হচ্ছেন রানী !

 

আরপি/এমএএইচ-০৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top