কলম্বিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

কোপা আমেরিকা মেয়েদের সেমিফাইনালে স্বাগতিক কলম্বিয়ার সামনে টিকে থাকতে পারলেন না আর্জেন্টিনার মেয়েরা। হেরে গেলেন ১-০ ব্যবধানে। এই হারে ২০০৬ সালের পর দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা ছুঁয়ে দেখার স্বপ্নভঙ্গ হলো।
আরও পড়ুন: ফুলগাছে কেড়ে নিলো শিশুর প্রাণ
এস্তাদিও আলফনসো লোপেজে শুরু থেকেই দাপটের সঙ্গে খেলেছে কলম্বিয়া। বলের দখলে আর্জেন্টিনা কিঞ্চিত এগিয়ে থাকলেও গোলে শট নেওয়ার দিক দিয়ে অনেকটা এগিয়ে ছিলেন স্বাগতিকরা। তবে প্রথমার্ধে দুদলের কেউই কারও গোলমুখ উন্মুক্ত করতে পারেননি।
আরও পড়ুন: সাগরে ঝাঁকে ঝাঁকে ইলিশ, নদনদীতে হাহাকার
অবশেষে দ্বিতীয়ার্ধে ম্যাচের একমাত্র গোলটি করেছেন কলম্বিয়ার লিন্দা লিজেথ। ৬৩ মিনিটে তার করা সেই গোলেই ফাইনালে টিকিট নিশ্চিত হয়েছে স্বাগতিকদের। গোল হজমের পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠেন আর্জেন্টাইনরা। তবে তাতে হিতে বিপরীত হয়। ৭৩ মিনিটে দ্বিতীয় হলুদকার্ড তথা লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয় দলটির মিডফিল্ডার গ্যাব্রিয়েলা শ্যাভেজকে। প্রথমার্ধের ২৩ মিনিটে প্রথম হলুদকার্ড দেখেছিলেন এই আর্জেন্টাইন।
আরও পড়ুন: বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষার চিন্তা করছে রাবি
বুধবার বাংলাদেশ সময় ভোর ৬টায় ফাইনালে ওঠার মিশনে মাঠে নামবে সাতবারের কোপা আমেরিকা ফেমেনিনা চ্যাম্পিয়ন ব্রাজিল, প্রতিপক্ষ প্যারাগুয়ে।
আরপি/এমএএইচ-০৩
বিষয়: আর্জেন্টিনা কলম্বিয়া স্বপ্নভঙ্গ
আপনার মূল্যবান মতামত দিন: