গেটের কার্নিশ থেকে পড়ে
ফুলগাছে কেড়ে নিলো শিশুর প্রাণ

মেহেরপুরের গাংনী উপজেলায় ফুলগাছ লাগাতে গিয়ে গেটের কার্নিশ থেকে পড়ে গিয়ে সুমাইয়া খাতুন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৪ জুলাই) বিকেলে উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী গ্রামে এ ঘটনা ঘটে।
সুমাইয়া করমদী উপজেলার গ্রামের পশ্চিমপাড়ার দীন ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয় যুবক সোহেল রানা জানান, সুমাইয়া নানার বাড়ির গেটের কার্নিশের ওপর ফুলগাছের চারা লাগাচ্ছিল। এ সময় সে অসাবধানবশত সেখান থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরপি/হাসান
বিষয়: ফুলগাছ মেহেরপুরের গাংনী
আপনার মূল্যবান মতামত দিন: