রাজশাহী শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১


নওগাঁয় চুরি করে ডাব পাড়ার অপরাধে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে নির্যাতন


প্রকাশিত:
৮ অক্টোবর ২০১৯ ০৯:০৪

আপডেট:
৯ অক্টোবর ২০১৯ ০১:১৫

ছবি: সংগৃহীত

নওগাঁর ধামইরহাটে গাছ থেকে ডাব পাড়ার অপরাধে ফিরোজ হোসেন (২৪) নামে এক যুবককে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে নির্যাতন করা হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দেওয়ান মো.মাসুদুর রহমানের গাছ থেকে ডাব চুরি করতে উঠলে ৫/৬টি ডাবসহ আটক করে এলাকাবাসী।

পরবর্তীতে ধামইরহাট-নওগাঁর সড়কের ডাচ বাংলা এটিএম বুথের সামনে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে বুকে আমি ডাব চোর প্লাকার্ড লাগিয়ে তাকে দাঁড়িয়ে রাখা হয়। এ সময় তাকে দেখার জন্য এলাকার মানুষ ভিড় জমায়।

এ ব্যাপারে দেওয়ান মাসুদুর রহমান মাসুদ বলেন, চুরি করে ডাব পাড়তে দেখে সে ফিরোজকে ধরার চেষ্টা করে। কিন্তু ফিরোজ ধরা না দিয়ে তাকে কাঁদা মাটিতে ধাক্কা মেরে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে আটক করে বেঁধে লজ্জা দেওয়ার জন্য এ ব্যবস্থা নেয়া হয়। আগামীতে সে যেন আর এ ধরণের কাজ না করে।

ফিরোজ হোসেন ধামইরহাট পৌরসভার অন্তর্গত দক্ষিণ চকযদু (মাহালীপাড়া) গ্রামের মো.তোফাজ্জল হোসেনের ছেলে। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.জাকিরুল ইসলাম বলেন,বিষয়টি শোনার সাথে পুলিশ পাঠানো হয়েছিল।

পুলিশ যাওয়ার আগে ওই যুবক কে ছেঁড়ে দেয়া হয়। আইন নিজের হাতে নেয়ার অধিকার কারও নেই। কেউ অপরাধ করলে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোর্পদ করতে হবে। উল্লেখ্য ইতিপূর্বে ফিরোজ হোসেন ধামইরহাট থাদ্য গুদামের গাছ থেকে ডাব পাড়ার অপরাধে ভাম্যমাণ আদালতে তাকে কারাদণ্ড দেয়া হয়েছিল।

 

আরপি/ এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top