মান্দা যুবলীগ নেতা এ্যাড.নাহিদ মোর্শেদ'র ঈদুল আয-হার শুভেচ্ছা

নওগাঁ -৪ মান্দা আসনের সংসদ সদস্য ও সাবেক বস্ত্র এবং পাট মন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামানিক এমপি’র সুস্থতা কামনা করে তার পক্ষ থেকে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এ্যাড. নাহিদ মোর্শেদ বাবু আসন্ন পবিত্র ঈদুল আয-হা উপলক্ষে অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ।
মান্দাবাসীকে দেয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রতিবছর ঈদুল আয-হা মুসলমানদের জীবনে আনন্দের বার্তা নিয়ে আসে। ঈদুল আয-হা উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে।
মহান আত্মশুদ্ধি ও ত্যাগের মহিমায় আসে ঈদুল আয-হা’র আনন্দঘন মুহূর্ত। দেশের বিদ্যমান ক্রান্তি-লগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের ভাগ করে নিতে হবে।
তিনি বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসের আঘাতে এবারে হয়তো পূর্বের ন্যায় সবাইকে নিয়ে ঈদের আনন্দ উদযাপন করা সম্ভব হবে না। তবুও আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠ ও নিকটজনসহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব।
কোনো অসহায় ও দুস্থ মানুষ যেনো অভূক্ত না থাকে সেজন্য যারা সচ্ছল ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে নিরন্ন মানুষরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারে।
তিনি আরো বলেন, পবিত্র এদিনে প্রতিটি ঘরে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা। পবিত্র ঈদুল আয-হায় আমি এই কামনা করি।
আরপি / এমবি-১
আপনার মূল্যবান মতামত দিন: