রাজশাহী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


নওগাঁয় আরও এক জনের মৃত্যু, সাবেক উপজেলা চেয়ারম্যানসহ আক্রান্ত ৩৯ জন


প্রকাশিত:
১৮ জুলাই ২০২০ ২৩:২৭

আপডেট:
১৮ জুলাই ২০২০ ২৩:২৮

প্রতীকি ছবি

নওগাঁ জেলার সাপাহার উপজেলায় আব্দুল কুদ্দুস নামের এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ জনে।

এদিকে, গত ২৪ ঘন্টায় চিকিৎসক, সাবেক উপজেলা চেয়ারম্যান, পুলিশ ও নার্সসহ মোট ৩৯ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় কোভিড-১৯ এ আক্রান্তের মোট সংখ্যা হলো ৭৭৯ জন।

নওগাঁ’র ডেপুটি সিভিল সার্জন ডাঃ মঞ্জুর মোর্শেদ জানিয়েছেন, এদের মধ্যে পত্নীতলা উপজেলায় ১ চিকিৎসকসহ ৭ জন, সাপাহার উপজেলায় সাবেক উপজেলা চেয়ারম্যান, ১ জন পুলিশ সদস্য ও ১ জন নার্সসহ ১২ জন, নিয়মতপুর উপজেলায় ১ পুলিশ সদস্য ও ইউএনও অফিসের এক অফিস সহকারীসহ ৫ জন, সদর উপজেলায় ৮ জন, রানীনগর উপজেলায় ১ জন, মহাদেবপুর উপজেলায় ২ জন এবং পোরশা উপজেলায় ৪ জন।

গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছেন ৫৩৮ জন। গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেনটাইনে নেয়া হয়েছে ১ জনকে। হোম কোয়ারেনটাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে মোট ৪০ জনকে। এ পর্যন্ত ছাড়পত্র দেয়া হয়েছে ১০ হাজার ৮শ ৫৩ জনকে। বর্তমানে হোম কোয়ারেনটাইনে রয়েছেন ১ হাজার ৩শ ৫ জন।

আরপি/ এএন-৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top