রাজশাহী শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২৩শে চৈত্র ১৪৩১


থানায় অভিযোগ

জলাবদ্ধতা সৃষ্টিতে বাধা দেয়ায় মুক্তিযোদ্ধাকে মারপিটের অভিযোগ


প্রকাশিত:
১৮ জুলাই ২০২০ ২২:২৫

আপডেট:
১৮ জুলাই ২০২০ ২২:৩১

গুরুতর আহত মুক্তিযোদ্ধা মোঃ ময়েন উদ্দিন

নওগাঁয় নির্মাণ সামগ্রী রেখে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করে সাধারণ মানুষের চলাচলে বাধাগ্রস্থ করার প্রতিবাদ করায় এক মুক্তিযোদ্ধাকে বেদম মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। মারাত্মক আহত অবস্থায় বর্তমানে তিনি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটেছে নওগাঁ সদর উপজেলার হাপানিয়া বাজারে। গুরুতর আহত মোঃ ময়েন উদ্দিন হাপানিয়া ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার। এ ব্যাপারে নওগাঁ সদর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

জানা গেছে, হাপানিয়া বাজারে করিম দেওয়ানের ছেলে আলম দেওয়ান ও সোবহান দেওয়ানদের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ কাজ চলছে। দীর্ঘদিন ধরে এই নির্মাণ কাজের বিভিন্ন সামগ্রী মানুষের চলাচলের রাস্তায় স্তুপাকারে রাখা হয়েছে। এতে সাধারণ মানুষের চলাচল বিঘ্নিত হচ্ছে। তার উপর সম্প্রতি বৃষ্টিপাতে এসব এলাকার পানি নিষ্কাশিত হতে না পারায় কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে অনেকের ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে পানি ঢুকে পড়েছে। বার বার এসব নির্মাণ সামগ্রী সরিয়ে নিতে বললেও তারা কোন কর্ণপাত করে না।

বাধ্য হয়ে প্রতিবেশী হাপানিয়া ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ময়েন উদ্দিন এবং মোতাহার দেওয়ান জলাবদ্ধতা দুর করতে উদ্যোগ নেন। গত রবিবার দুপুরে নালা কেটে পানি বের করে দেন তারা। এতে ক্ষুব্ধ আলম দেওয়ান, সোবহান দেওয়ান এবং আলম দেওয়ানের ছেলে অন্তর দেওয়ান সংঘবদ্ধভাবে তাদের আক্রমন করে। কোদাল দিয়ে ময়েন উদ্দিনের হাত ও বুকসহ বিভিন্ন স্থানে মারাত্মকভাবে আঘাত করে। এতে ময়েন উদ্দিন গুরুতর আহত হন। সাথে সাথে তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন হাসপাতালে আহত ময়েন উদ্দিনকে দেখতে যান। তিনি ঘটনার কথা স্বীকার করে বলেছেন, এ ব্যপারে আপাতত একটি অভিযোগ নেয়া হয়েছে। তবে সুস্পষ্ট মামলা লিপিবদ্ধ করার প্রস্তুতি চলছে।  

আরপি/ এএন-২



আপনার মূল্যবান মতামত দিন:

Top