রাজশাহী শনিবার, ৪ঠা মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


মহাদেবপুরে ১০ ইউনিয়নে নৌকার মাঝি হলেন যারা


প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২১ ০৬:২২

আপডেট:
৪ মে ২০২৪ ১৫:০৬

ছবি: প্রতিনিধি

চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে নওগাঁর মহাদেবপুর উপজেলার ১০টি ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়েছে। রোববার আ.লীগের মনোনয়ন বোর্ডের সভায় এ তালিকা চূড়ান্ত করা হয়।

নৌকা প্রতীক পেয়েছেন- মহাদেবপুর সদর ইউনিয়নে সাঈদ হাসান তরফদার শাকিল, খাজুর ইউপিতে বর্তমান চেয়ারম্যান বেলাল উদ্দিন, এনায়েতপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মেহেদী হাসান মিঞা, উত্তরগ্রাম ইউপিতে বজলুর রশীদ, সফাপুর ইউনিয়নে অধ্যক্ষ ময়নুল ইসলাম।

এছাড়া রাইগাঁ ইউনিয়নে অধ্যক্ষ আরিফুর রহমান সরদার, চাঁন্দাশ ইউনিয়নে এসএম নুরুজ্জামান, হাতুড় ইউপিতে মোশারফ হোসেন, চেরাগপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শিবনাথ মিশ্র এবং ভীমপুরে হাসান আলী মন্ডল নৌকার মাঝি মনোনীত হয়েছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৫ নভেম্বর, বাছাই ২৯ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।

আরপি/ এমএএইচ-০৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top